রাতের প্রহরী(18-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
জেগে থাকে মাঝরাতে একাকী নির্জন পথ
রাতের প্রহরী হয়ে,আর লেম্পপোষ্ট


অমাবস্যার রাত হলে কথা নেই
সময় কোথায় নষ্ট করার


যদি পূর্ণিমার চাঁদ ঢাকা পড়ে পূর্ণ গ্রহণে
তবু কথা ছিলো,বলা যেতো কানে কানে
অনন্ত আকাশে আলো,অন্ধকার আর সমগ্রের কথা


একটা পাঁচিল ছিলো সাদা
লেখা ছিলো সাদামাটা জীবনের কথা
কালো কালি দিয়ে,বাকি রঙ সেখানে ব্রাত্য


এই নির্জন পথ,চাঁদ বা পাঁচিল
সবাই ঘুমিয়ে পড়ে,এরা জাগে একা