ঋতুকথা (14-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
এই হাড়কাঁপানো শীতেও দু-ভাগে ভাগ হতে দেখি শীতের ভাষা।
লেপের উপর চড়ায় লেপ,কেউ কেউ ডিসেম্বর মাখে।


এখানে ক্লিব নেই,সমগ্র পৌরুষ আছে পক্ষে বিপক্ষে।
পৌরুষের খেলা,শৈশবের ডাংগুলী,ফুটবল মাঠ।


যদিও সব ঋতুতেই ভাষা ভাগ হতে দেখি।
বাক্য থেকে শব্দে,শব্দ থেকে বর্ণে।
স্বরবর্ণের মতো মৌলিক স্বর,যেমন সা থেকে নি।
তবু আজও বসন্তে বসন্তসখা কুহু কুহু ডাকে।


একমাত্র ক্ষুধা এসে বলে গেল---
এ চিরবহমান স্রোত,এখানে নেই কোনও অমোঘ ভাসান।