ঋ  তু  র  ঙ্গ (18-12-2017)
র ণ জি ৎ   মা ই তি
---------------------------
একটু একটু করে ডিসেম্বর পিছু হটে যায়
একদিন সরে যায় ঘনশীত,কুয়াশার আস্তরণ
মেহফিলের আনন্দ ও কিছু স্বপ্ন কোথাও হারায়
ক্ষণস্হায়ী বসন্তের শেষে আসে অসহ নিদাঘ
ঘাম হয়,গায়ে ফোটে ঘামাচি ও নুন
চাতক পাখির মতো চেয়ে থাকি আকাশের দিকে


এই সেদিনও ফোঁটা ফোঁটা চুইয়েছে খেজুরের রস
পুলিপিঠে,ভাপাপিঠে,পাটিসাপটার গন্ধে হয়েছে রসনা উদ্বেল


পরিযায়ী মন একদিন ভুলে যায়,সব ভুলে যায়
আগামীর হাতছানি এঁকে দেয় বুকে আগামীর প্রেম