রোমান্স (19-04-2019)
রণজিৎ মাইতি
---------------------
রোমান্স চিরচেনা শাশ্বত সুনীল আকাশ
বিস্তৃতি সাবেক কাল থেকে অসীমে অনন্তে
কখনও কি জরা আসে নীলে ?
বরং রঙিন ডানা মেলে প্রজাপতির মতো!


অর্গল বিহীন এই আকৃষ্ট এলানো দরজা
অনর্গল কথা বলে যায় অনর্থক
এবং জানালাও রাখি হাট করে খোলা  
কখন ফুটে ওঠে রামধনু আকাশের বুকে

অমানিশা নেমে এলে কাঙ্ক্ষিত লক্ষ্মীপেঁচার চোখ জ্বলে ওঠে  
প্রশ্ন চিহ্ন মুছে দিই প্রতীক্ষার শেষে


মহাপ্রস্থানের পথে কে দেখাবে ব্যতিক্রমী পথ ?
জোনাকির আলো বড়ো মায়াময় ?
মাত্র সাত কাণ্ডেও হই না তৃপ্ত
হৃদয়ে কেউ এসে গুনগুন করে গান গায়
কালো ভ্রমর নাকি ? যদিও কালো ধলো সব একাকার
মহাজীবনের দাবি মেনে রোমান্সই হয়ে যায় আলোর ঠিকানা
আসলে ঝিলিক আকাশ হলে,শরীর বিদ্যুত