রোপণ করেছি মাঠে (09-01-2018)
রণজিৎ মাইতি
- ------------------
আমাকে কবিতা লিখতে বোলো না
এই হিমে ছড়িয়েছি মাঠে কবিতার বীজ
বাগানে রোপণ করেছি ইনকা,ডালিয়ার চারা
সকালের ঘন কুয়াশায় মাটি ভিজে গেছে
দুপুরের রোদে বের হবে কল


আগাছা কি মাঠে আছে ?
একটা নিড়ুনি চাই
ডগা দিয়ে খুঁটে খুঁটে তুলে দিতে হবে
যেমন ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে বিদায় করি উঠোনের ময়লা আবর্জনা
বাজা,মুথা যা কিছু আছে তুলে দিতে হবে,খেশুরের মূল
মাঠময় জন্ম নেবে কবিতা রূপসী
নানা শষ্য,সবজি ও ফুলে ফুলে ভরে যাবে খেত
মক্ষিকা,ভ্রোমর ও প্রজাপতি উড়ে যাবে ফুল হতে ফুলে
ওই দেখো পরে আছে সর্ষে ফুলের শাড়ি
হলদে শাড়িতে মাঠময় কী অপরূপ রূপ !
যেন যুবতী রাধিকা,ঢলোমলো দেহ
যদি তার কাছে যাও
যেও ভালোবেসে,দাও তারে প্রেম
যৌনতা কবিতা হয়ে ধরা দিক মনে


দেখো নানা রূপে ঠিক ধরা দেবে
রঙ তার শ্যামলা সবুজ
শিশিরের জলে ধুয়ে নেবে পা,সকালের বাসি হাত,মুখ