সাধারণ অসাধারণ
রণজিৎ মাইতি
-------------
রবি ঠাকুরকে আমার অতি সাধারণ মনে হতো;
ঠিক হাতের পাঁচটা আঙুলের মতো বিশ্বস্ত ও চেনা।
মনে হতো,-- মাটির কথা তার মুখেই খই হয়ে ফোটে
যিনি মাটির সাথে মিশে মাটি হয়ে যান।


দেবতারা মাটি ও মানুষের কথা বলতে পারেননা;
তাই তারা ঠাকুর হয়ে যান,গ্রামের বুড়োশিবতলার প্রধান বিগ্রহ
পারেননা কবিগুরু হতে;রবিকবির মতো অসাধারণ হতে।