সাধের বাগান (24-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
মায়ের কাছে করি,করি মাটির কাছে  
নানান আবদার,বায়নার শেষ নেই ।


হাজারো স্বপ্ন বুকে
যে বীজ ছড়িয়েছি মাঠে
একদিন ভরে যাবে সবুজে সবুজে
উপচে উপচে যাবে ফসলে খামার


জীবন মৃত্যুর সীমারেখা এতোই সূক্ষ্ম
বিছানায় চারপাশে খুঁজি পিঁপড়ের সারি


ঐ শোনা যায় নাসিকা গর্জন
বাগানের ফোটা ফুলদল খুশী আর সুখী


সাধের বাগানে দিই
জল সার কীটনাশক,নিড়ুনিও দিই
হায় কখন যে ভরেছে আগাছায় !
যে ফুল ফুটছে গাছে কখন যে ঝরে যাবে--
কেউ কি তা জানে ?
কখনও কখনও কুঁড়িও তো ঝরে যায় কীট দ্রষ্ট্র হয়ে