সহজপাঠ(19-08-22)
রণজিৎ মাইতি
--------------------
একবার জলের দিকে তাকাও;
যেখানে জল বড়ো শান্ত,ধীর স্থির।
জলের সহজপাঠ জল ব'লে দেবে ....


স্ফটিকস্বচ্ছ জলে প্রস্ফুটিত কোকনদ দেখে...
কখনো কি চেনা যায় জলের স্বরূপ?
জল গুপ্তহত্যা বড্ড ভালোবাসে!


তাই,যেখানে কাকচক্ষু নীলজল,
যেখানে জলের গভীরতা অনন্ত অথই
চিরকাল সেই পথে তাকাতেই ভয় ভয়ঙ্কর!