সকাল সন্ধ্যা  (01-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
সকাল সন্ধ্যার মধ্যে কিছু মিল দেখি
দেখি গরমিলও চূড়ান্ত
আলোয় প্রবেশ আর আলোর প্রস্থান
আলোর প্রভাবে কালো দূরে সরে যায়


ঘর ছেড়ে নদীমুখো হয় পোষা লিপ্তপদ
আলো কমে আসলেই ফের ফিরে আসে
আসা যাওয়ার পথে করে প্যাঁক,প্যাঁক,প্যাঁক


উৎসাহের আতিশয্যে ও বিষাদের বিমর্ষতায় শব্দে শব্দে কতই ফারাক
কান পেতে শুনি শব্দ বাক্য ভাষা,প্রাঞ্জল
আলো কথা,কালো কথা সকাল সন্ধ্যায়