সমাধান  (23-7-18)
রণজিৎ মাইতি
------------------
চারপাশে ছড়িয়ে পড়েছে তেজস্ক্রিয় বর্জ্য !
অথচ বায়োপিকে সেই তারকাসুলভ আস্ফালন।
এদিকে জাতীরপিতা অসহায় বোধ করেন কপিরাইট চলে যাওয়ার ভয়ে;
হয়তো তখনও ঘুপচি মেরে বসে আছে রাঘববোয়াল পড়শি বাড়িতে।


তবুও সেই আলফা বিটা গামা রশ্মি নিয়ে আলোচনা চলতেই থাকে,
কেউ তেজস্ক্রিয় মৌলের ছায়াও মাড়াননা।
কোনও কোনও আগমার্কা কয়েক ধাপ এগিয়ে পাঁকের প্রসঙ্গ তোলেন;
পদ্ম তো পাঁকেই জন্মায় বাপুজি।
বরং আসুন ওসব ভুলে ধুনুচি নৃত্য সেরে নিই
সাপ মরুক ছাই নাই মরুক লাঠিতো রইলো অক্ষত !