সামাজিকতা (08-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
মেঘ,তুমি কি কখনও সামাজিক হবে ?
গুড় গুড় গুড়ুম্ শব্দে মানুষের পিলে চমকে ওঠে


বজ্র,তুমি কি মিতবাক হবে ?
কড় কড় কড়াক্ শুনলে আজও বুক দুরুদুরু করে


বাতাস,তোমার বেগ ?
কতো বিশেষণে বিশেষিত আর সর্বনামে
ততোক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে


আসলে ফটোকপি বানানোর অনন্য প্রয়াস
সংজ্ঞায়িত করি সামাজিক ভাবে
ছেলেটা বড্ড বেয়াড়া,পাজি নচ্ছার

আমরা মানুষ,এই বোধ বোধের অতীত
নিজেও জানে না সীমা আর সীমাবদ্ধতার পরিসর কতোটা দীর্ঘ
রাখঢাক গুড়গুড় নেই,শিশুকেও বেঁধে ফেলি রক্ষাকবচে
হাতে হাতে তাবিজ ও তাগা


যদিও মেঘ আজও মেঘের মতো,বাতাস বাতাসে
বজ্র বজ্রকন্ঠে চড় চড় চড়াক্
বয়ে যায় নদী,ছুটে চলে মোহনায় আপন খেয়ালে