সমাপতন(05-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
সেতু সামলে নিয়ে বিদায় শব্দের আগে কেটে দিই লক্ষ্মণরেখা
পথ অবাক হয়,এ রেখা তো চূড়ান্ত অন্তিম
সমগ্র আকাশ জুড়ে গাঢ় অন্ধকার,একাকী নেমে আসে নির্জন মাঠে  
কালোর ভেতরই খুঁজি দ্বিতীয়ার অদ্বিতীয় জ্যোতির্ময় আলো


মাটি ফুঁড়ে বের হয় কাক্ষিক মুকুল
সবুজ এই আলো,পুঁতে দেয় সম্ভাবনার বীজ
পাষাণী অহল্যার রুক্ষ বুকই এখন শস্যের খেত
কানে আসে সেই নাদ,শুনি শস্যে শস্যে ঝনঝন
যেনো পাঞ্চজন্য হাতে কৃষ্ণ এখনই ফুঁ দিলো প্রকাশ্যে হাটে ?
হাটে হাঁড়ি ভেঙে যায়,নির্মোহ শব্দের মানে ঘাঁটি
সামনে তেপান্তর,আমিও কানু ভেবে গোধূলি বেলায় খুঁজি সেই কুঞ্জবন  
নিধুবনে আজও কি মৌমাছি গুনগুন করে?
সমাপতনের আগে সাঁকোর উপর নানা রঙে যোতি চিহ্ন এঁকে যায় রাত