সময়ের ফুল  (03-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
রাধা-কৃষ্ণের ছবির দিকে অপলক তাকিয়ে থাকি
মনে পড়ে লায়লা-মজনু,রোমিও-জুলিয়েটর স্মৃতি
তুমি সময়ের দোহাই দিয়ে তুলে নাও সময়ের ফুল


বড়ো ভারাক্রান্ত হয়ে যায় মন
হায়,বাস্তব যে কোথায় নিয়ে যাবে কেউই জানে না !
তবু কখনও কি শেষ হয় এই পথ চলা ?
কাঁটা বিছানো পথে ফুলের সন্ধান করে মানবিক স্বর
বর্ষায় কামিনী আর শরতে শেফালী
বসন্তে পলাশ ও কৃষ্ণচূড়া মিথ হয়ে গেছে


তন্নতন্ন খোঁজ চলে---
এক বন্দর থেকে আর এক বন্দরে;
আসলে প্রেম এক বন্দরের নাম