সময়েরও জরা বেড়ে যায়(13-05-2020)
রণজিৎ মাইতি
-------------
মেয়ে প্রায়ই তার শৈশব আবির মিশিয়ে বলে,--
'বাবা,চলো না একটু ভোরের শিশির মাখি।'
আবার বৃষ্টি পড়লে রিমঝিম সুরে সুর মিলিয়ে বলে,'চলো চলো,আজ একটু বৃষ্টি ভিজি।'


আমি ওর গভীর চোখে চোখ মিলিয়ে দেখি শূন্য নীলাকাশ
একটা শঙ্খচিল উড়তে উড়তে ছৌঁ দিচ্ছে যে সাগরে তার জলও ঘন নীল
আমি নীল হতে পারিনা,
পারিনা রোদসীর মতো নীলা হতে


আসলে আমি কিছুই পারিনা
সেদিন মাঝরাতে মেয়ে ঘুমিয়ে গেলে হঠাৎ গিন্নিও আদর জড়ানো গলায় বললো,----
'চলো,আজ ছাদে দুজনে একটু অন্ধকার হই,
কতোদিন জোৎস্না মাখিনা বলতো!'


দেখি,চেনা অন্ধকার চোখের সামনেই হয়ে যাচ্ছে একটা দীঘল নদী,জোৎস্না সাইবেরিয়া
আর আমি ও তুলি যন্ত্রণা ক্লিষ্ট ক্লান্ত পরিযায়ী


বয়স বেড়ে যায় চরাচরের মতো
সময় প্রসারিত হতে হতে গিলে ফেলে প্রকাণ্ডকে


আজ এতো জ্বর,এত্তো জ্বর,সময়েরও জরা বেড়ে যায়!