সম্বল (28-09-2019)
রণজিৎ মাইতি
--------------------
কিছু পাইনি বলে যারা আফসোস করে
কিংবা যাদের হা-হুতাশে বিমর্ষ সমগ্র আকাশে
তারা কি কখনও কিছু দিয়েছে ঐ অভাজনে


ক্রিয়া-প্রতিক্রিয়ার তত্ত্বও এখানে স্বীকৃত
যদিও পাপী কি কখনও শোনে ধর্মের কাহিনী
চোখ বাঁধা ষাঁড়ের মত তার এক গোঁ
তাই যতোটা ত্যাগে তারচেয়ে ঢের বেশি ভোগেই আনন্দ
প্রত্যাশার পারদ ঢুলি পরিয়ে দেয় লোভাতুর চোখে


অবশ্য আমি আজও মালঞ্চের সেবক
উজাড় করে দিই ঘাম নুন তুল্যমূল্য
কে বলে অভাবীর সম্বল বলতে কিছুই থাকেনা ?


আসলে যে হৃদয়ে প্রেম নেই,নেই ভালোবাসা
সে হৃদয় সত্যিই নিঃস্ব,থরোথরো থর


ওই তো কচিয়ে ওঠা গোলাপ চারাটি
সংগোপনে ভরিয়ে দেয় হৃদয় কানন
ফুলে ফুলে ছয়লাপ,গন্ধে সৌন্দর্যে
এভাবেই মানুষও একদিন পরিপূর্ণ হয়