সামনে পেছনে(06-02-21)
রণজিৎ মাইতি
-------------
কিছু কিছু মানুষ পেছনের সারিতে বসতে ভীষণ ভালোবাসেন।
পেছন থেকে যতো বেশি তারাবিন্দু দেখা যায়
সমানে সে সুযোগ নেই।


অবশ্য যারা নিছক ভালোবাসা ভেবে পাশ ফিরে ঘুমান
সরাসরি বসেন সামনের সারিতে
তাদের জন্যে তুলে রাখি এক আকাশ করুণা


কারণ যতো সামনে বসা যায়,দেওয়াল ততো কাছাকাছি  
ততোটাই কাছের হয়ে যায় মানুষের দেওয়াল লিখন।
বিম্বিত অক্ষরেখা,নিরক্ষরেখা ও দ্রাঘিমা


জেনো গ্রিনউইচও দূরবর্তী বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়
বরং নিকটবর্তী অমোঘ ঘন অন্ধকার ।