সমুদ্র মন্থন শেষে  (29-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাংলার মঞ্চে নাচে কিন্নর-কিন্নরী
অতীত কেমন ছিলো,ইতিহাসে দিনক্ষণ
জেনে নেবো ঘেঁটে ঘেঁটে পয়লা বৈশাখ
বানভাসি শ্রাবণের;বাদলের গান
হেমন্তে শিশির মেখে,রূপটান শিশু মুখে
শিশুপাঠ্য কাহিনীতে সোনা ঝরা দিন
মৌনী বাতাস এসে;দোলা দিয়ে যায় শেষে
বসন্ত কি আসবে না বাউলের দেশে !
চুপচাপ ফুলে ছাপ;বেলা অবেলায় এসে
আবহমানের কাছে;হিসাব দাখিল
কুসুমের আবাহন;মধু ও সুবাস চাই
কিন্নর-কিন্নরী নাচে বাংলার গ্রামে !


ধারাপাতে পিছুটান;বিষাদের পদাবলী
ঢেউ গুলো মন্থর;অমল বিমল হলেও হতাশার রেখা
হায় ! শূণ্য কলস থেকে অমৃত তিয়াসা
সমুদ্র মন্থন শেষে কিছু নেই কিছু নেই
জেগে থাকি বাকি রাত ঘুমহীন চোখে
ক্ষীণ আশা এই বুকে,রাতভর সুখতারা আমার মতোই