সনাতন ধর্ম (15-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
সোনালী ধানের শিষে হাভাতের জিজ্ঞাসু চোখ,
ধান,তুমিই কি ধর্ম ? তুমিই কি ঈশ্বর ?
এমন প্রশ্নে দুলে দুলে উঠে ধানের শিষ ।
চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে আজও কারা দেয় পাকা ধানে মই !


ফলত,---
আকাশের দিকে তাকিয়ে অনন্ত শূন্যতাকে ছুঁতে চায় মন
সাগরের তলদেশের রহস্য আজও রহস্যঘন
আপন ভাবতে গিয়ে পরিণামে খাই ল্যাঙ্
মন্দির মসজিদ গির্জায় গিয়ে উজাড় করে বলি মনের কথা


না,কেউই খবর দেয়নি দমকলে  
এ আগুন কখনও কি নেভে ?
আসলে সনাতন ধর্মের আগুনে আমৃত্যু জীবনকে পুড়তেই হয়

তাই একবার পেটে হাত দেই,
তারপর ধানের শিষে রাখি সোহাগের হাত