সন্ধানী চোখ(07-11-2018)
রণজিৎ মাইতি
---------------------
সন্ধানী চোখ কত কিছুই খোঁজে দিনরাত
আলো-অন্ধকার,ভালো-খারাপ,সুখ-মনস্তাপ  


না,স্বর্গ-নরক সম্পর্কে নতুন কিছুই বলার নেই
জবানীতে সবকিছুই বলে গেছেন 'ফজলুল করিম'


বরং প্রসঙ্গান্তরে চলে যাই
নেমে আসি বাস্তবের উন্মুখ রাস্তায়  
উদয় থেকে অস্ত কতোটা নুন,ঘাম আর ফুস্


ওইতো কিছু মদমাতাল ও শব্দাসুর কালিমালিপ্ত করছে আলোর উৎসব !
বলুন,চোখ কি এড়াতে পারে কুসুম বৃত্তান্ত ?