সনেট 11
জীবন ঝর্ণা (20-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
জীবন ঝর্ণা বড়োই উন্মত্ত জটিল
বয়ে যাবে কোন খাদে কেউ কি তা জানে ?
গড়িয়ে গড়িয়ে যায় কতো শত নুড়ি
একে একে চুনি,পান্না,রুবি,মরকত
অগণিত রত্নরাজি ছড়িয়ে ছিটিয়ে
রাখে না হিসাব কেউ মণি মুক্তো কতো
বিচিত্র রূপ ও দ্যুতি,দৃষ্টি সুখকর
অববাহিকা সজ্জিত সবুজে সবুজে
  
আকাশেও ফুটে আছে অগণন তারা
সুখ ও অসুখ আছে,ব্যথার পাহাড়  
কুরে কুরে খায় মন,মনন তেমন  
রক্তের দোষ এই,এটাই মুদ্রাদোষ
বুকের গভীরে ছন্দ,শুনি লাব ডাব
সভ্যতার সঙ্কটেও এ ঝোরা অঝোর