সনেট 12
রোজ মিসড্ কল পাই(23-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
গভীর রাতে রোজ মিসড্ কল পাই
ভুলতে চেয়েও তাই পারিনা ভুলতে
কতো দিন হয়ে গেলো টুং টাং সুরে
বেজে যায় প্রতিরাতে মানসীর কল
জানি স্মৃতির পাতায় আঁকা ছবি বোবা
অন্য বুকে সাঁতরায় মরালীর মতো
হয়তো ভুলে গেছে মরালেরই মুখ
এই ভব পারাপারে কেবা মনে রাখে ?


আমি উদাসি বাউল,হাতে একতারা
স্মৃতিভারে জর্জরিত সবুজ বনানী
অবুঝ মন কি বোঝে ? খোঁজে বারবার      
দেহে নয়,দেহাতীত অন্য এক মুখ
চিরহরিত্ বৃক্ষের মতো বেঁচে থাকে  
তাই তো বিচলিত হই মিসড্ কলে