সনেট 14 (24-01-2019)
এ জীবন রূপমুগ্ধ
রণজিৎ মাইতি
--------------------
এ জীবন রূপমুগ্ধ প্রকৃতির রূপে
সাজিয়ে রেখেছে ডালি নানা ফুলে ফলে
নদী পাহাড় ঝরনা সাগরে মরুতে
এসব নিয়েই কারু,চারুময় বাঁচা  
অরূপ রতন,প্রেম।করেছে অমর
কেটে যায় অমানিশা সৌহার্দ বন্ধনে
প্রকৃতির শ্রেষ্ঠ রূপ মানবিক প্রেম
অকাল বোধনে করি অপ্রেমের বধ


পূর্ণিমার আলো এসে উঠোন ভাসায়
উৎসুক মুখগুলো জ্যোৎস্না প্লাবিত
হেসে খেলে কেটে যায় ধরার জীবন
ব্যতিক্রমী দাগ কাটে আপনার কাজে
কথায় কি বড়ো হয় ? মানুষের হাতে
সেও প্রকৃতির দান,সমাজ সুন্দর