সনেট 49
নদী ইছামতী(19-03-2019)
রণজিৎ মাইতি
-------------
নদীতে ভরা জোয়ার তরঙ্গ উচ্ছল
এমন তটিনী আজ এদেশে বিরল
ইছামতী নাম,তবু,নয় ইচ্ছাধীন
একান্ত মৌলিক সুর,ছন্দও স্বাধীন
বাঁধ দিতে চায় যারা হয় অসফল
বালির বাঁধের মতো ভাঙে অবিকল
একমাত্র জটধর,দিয়েছে জাঙ্গাল
মদন বিজয়ী বীর,সত্যের কাঙাল


ব্যতিক্রমী পথ নয় বাস্তব আলোচ্য  
সত্যরূপে প্রতিভাত প্রকৃতি বিবেচ্য
কালের কঙ্কাল নিয়ে করি কাঁটাছেঁড়া
নৃতত্ত্বে সমৃদ্ধ নয় তবু হামবড়া
মৃদঙ্গ বাজায় নদী করে কলকল
পারাপার টলোমলো পথিক অটল