সনেট 5
পাবক (19-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
কখনো কি হতে পারে পাবক ফতুর ?
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ঠিকই
চরিত্রে দাহিকা শক্তি,স্ব-তেজে ভাস্বর
মানুষ যে কতো ভাবে পুড়ে,ষড়রিপু !
রবির কিরণ ঠিক ভেদ করে মেঘ
হীরের দ্যুতিও দেখি ঠিকরে বেরোয়
ধূপ পুড়ে একা একা,সুবাস বিলায়
কখনও কি বসন্তদূত ডাকে কা কা ?


সোনা পুড়ে পুড়েই হয় তপ্তকাঞ্চন
তেমন কবি এ বিশ্বে বড়ই দুর্লভ
সত্যিই কি আগুনকে করেছেন জয় ?
শিরদাঁড়া যাঁর খাড়া তিনিই অনন্য  
রবিকবি সাজা সোজা,যাপনে দৈন্যতা
সে আগুন কবি নন,ছাপোষা মানব