সনেট 4
আগামী শপথ (19-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
এ পোড়া সে পোড়া নয়,আগামী শপথ
সম্মুখে এগিয়ে যাও উন্মত্ত তটিনী
মেঘে ঢাকা আসমান কেউই চায়না
তাই রচে একে একে সোনালী প্রত্যুষ  
সবুজ পাতারই ফাঁকে হরিৎ চোখ
উঁকি দেয় মাঝ রাতে নক্ষত্রের দেশে
চাঁদের কলঙ্ক মুছি চেতনার রঙে
চিতাকাঠ দাউদাউ,পুড়ে ফেলি কালি

মূল সুর মৌলিক,উৎসারিত আলো
উঠোনে আছড়ে পড়ে,পুঁইমাচা দোলে
মাটিতে যৌনতা নেই সৃজনের বীজ
অঙ্কুরিত হয় আজ,ধুয়ে যায় কালি
স্তনবৃন্তে সুধা স্রাব অনর্গল ঝরে
মাটির মানুষ খোঁজে মাটির মানুষী