সংজ্ঞা (30-08-2019)
রণজিৎ মাইতি
--------------------
শুধু পেরেক হলেই হবেনা
ঠোকার জন্যে একটা হাতুড়িরও খুব প্রয়োজন
যেমন সংসারের জন্যে রমণীর গুণ


অসফল শব্দটি আজও সেই অভিধানিক,স্থুল।
চোখের ভিন্নতায় বদলে বদলে যায় তার সংজ্ঞা,রঙও


অবশ্য আমি মাটি শব্দে চিনি 'মা'
তুমি হয়তো বা হেঁটে যাও ভিন্ন কোনও পথে
নুড়ি জল কাদা মিলে অদ্ভুত দর্শন
'মা' নয়,'বাবা' নয়,সব আক্ষরিক


তবুও,--
চপল ছন্দে লিখি জীবনের গান
এটুকুই জাগরণী অনুপ্রাস;ঢাকা শাদ্বলে
আর বিকাশ শব্দটিও আমানতে খুশি
তাই বিনিয়োগ করে যাই দূর্বা-তুলসী