সন্তরণ (17-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
সন্তরণের কথা তুললেই
তাকিয়ে থাকি ইন্দ্রলুপ্তের দিকে


সভ্যতা নিয়ে যতো বড়াই কেবল মুখেই
দিনশেষে চুল নিয়েই করি চুলোচুলি
অতি সুক্ষ,তর তম। ডেসিমেল প্লেসে
  
কফিনে শেষ পেরেক পোঁতার আগে
ভেসে থাকার আপ্রাণ চেষ্টা
তুমি বলো মরণ কামড়


চলতেই থাকে,চলতেই থাকে
জলে,স্থলে,অন্তরীক্ষে-----
                    আমৃত্যু চলতেই থাকে।


আসলে পরাজয় এক গভীর দীর্ঘশ্বাস