সত্য অসত্য (01-11-2018)
রণজিৎ মাইতি
-------------
কবিতার সংজ্ঞা দিতে গিয়ে---
যিনি অবগুণ্ঠিতা নারীর তুলনা টানেন,
তিনি আসলে অশোক বনে পলাশ খোঁজেন।


সত্যকে অস্বীকার করে কখনও কি কবিতা হয় ?
ধুপ পুড়তে পুড়তেই সুরভি ছড়ায় !


সেভাবেই ঘোমটার ফাঁক দিয়ে---
কবিতাও দেখতে চায় চন্দ্রানী রাত ।।