সত্যদর্শন আজও হয়নি(14-09-2019)
রণজিৎ মাইতি
-------------
না না সত্যদর্শন আজও হয়নি
কতোটা আমার হাতে কতোটা সময়
চিনতে কি পেরেছি আজও মিথ্যার কালো ঘুলঘুলি!
উপমান উপমিত প্রমাণ সাপেক্ষ
কারক বিভক্তি বলো অথবা যোগ ও অযোগ


কতক অস্পষ্ট স্পট কতক স্পষ্ট
আলো আঁধারির মাঝে ছুটে মহাকাল বনবন
দেওয়ালের পেণ্ডুলাম ঘড়িটিও গড়া সেই মানুষের কারিকুরি দিয়ে
সেটিও কখনও ফাস্ট কখনও বা শ্লো
এ এক গভীর জ্বর ক্রণিক অসুখ


তবুও ফোটাই ফুল এটুকুই শ্লাঘা
আর উটের মতোন মুখ তুলে বারবার তাকাই শূন্য  আকাশে
তারাভরা রাতের আকাশে কেন কি জানি
কে যেনো অবিরত নয়ছয় ছয়নয় খেলে !