শেকড়ের টানে (14-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
বইয়ের পাতাগুলো বল্মীকের পেটে,
আসলে পাতা নয় গল্প বা ইতিহাস।
পেটের ভেতর রাক্ষুসে খিদে--
আস্ত ইতিহাস গিলে ফেলে ।

মননে ঠাসা লোক সাহিত্য।
দাদু ঠাকুমার হাত ধরে--
ঘুম পাড়ানি গান বা বর্গীর গল্প।
হয়ে পড়ি নস্টালজিক।


অতীতচারী হয়ে খুঁজি,
গল্প নয়,শেকড় ও মাটি ।
যেখানে পড়েছে দু-এক ফোঁটা জল।


শেকড় জল ভালোবাসে।
শেকড় লবন ভালোবাসে।
শেকড় মাটি আঁকড়ে ধরে।