শাল খাতা [০১-০১-১৪২৪] (15-04-2017)
রণজিৎ মাইতি


শব্দটা আগে সঠিক জানা চাই,
হিসেব নাহয় পরে বুঝেলে হবে।
হালখাতাকে সালখাতা ভেবেই--
নতুন করে সালের হিসাব কষি।


গঙ্গা জলে দেহ শুদ্ধি করে,
যতই করো সিদ্ধিদাতার পূজো--
তোমার সিদ্ধি দাদা-দিদির হাতে,
দক্ষতার মূল্য আজও ওদের ইশারাতে।


যতই তুমি মরণ বাঁচন লড়ো,
সাফল্য তা নয় অতই সোজা।
দাঁড়িয়ে আছে রাজভক্ত দাদা,
গোলপোষ্ট আজ বহু বহু দূর।


রুগী নিয়ে হাসপাতালে গিয়ে,--
ঘুরপাক খাই নাগরদোলার মতো।
মাথায় যদি দাদার হাত থাকে,
রোগীর বেড তোমার হাতেই মুঠো।


গোড়ায় যদি গলদ থেকে যায়,
সম্ভাবনা অঙ্কুরেই মরে।
এমন সমাজ তৈরি হচ্ছে দেখ,
হালখাতাতে সে হিসাব কি মেলে?