শীত কথন (02-02-2019)
রণজিৎ মাইতি
--------------------
অবশ্য আমাদের শীত কথনে বসন্তও বিরল নয়;
শ্রেণী সচেতন নাগরিক সভ্যতায় যারা লেপের তলায় সুখনিদ্রা দেন,তারাই শুনতে পান কোকিলের কুহু কুহু রব ! হয়তো সংখ্যায় নগণ্য তবুও তাদের বেডরুম কৃষ্ণচূড়া লাল। রোমান্সে জড়িয়ে ধরেন প্রিয় প্রিয়তমাকে।বয়স কোনও বিষয়ই নয়,আঠাশ হোক অথবা আশি বয়ে যায় দখিনে বাতাস


যেখানে চুপিসারে ঢুকে পড়ে তীব্র নিদাঘ,
অথবা চুমকি দেওয়া বাদল ধারাপাত; তারাই বৃহত্তর আপামর।সেখানে রসায়ন সম্পূর্ণ ভিন্ন,উল্টো রথ!
লেপ নেই,কাঁথা নেই,পোষাকও নৈব নৈব চঃ
তারাও জড়িয়ে ধরে,ওম বিনিময়ে কাটে কনকনে রাত,যদিও তাদের শীত কথনে কমলা অলীক !পাতিলেবুও কি পেরেছে কিনতে ?