শেষ বাঁশি  (22-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
শেষ বাঁশি যে কোনও সময় বেজে উঠবে !
নির্ঘণ্ট মেনে মাঠেও নেমেছি নির্দিষ্ট সময়ে
মাঝ মাঠ কখনও আমার দখলে,কখনও সময় বসিয়েছে থাবা  
বল ড্রিবলিংএ পৌঁছেছি বিপক্ষের গোলপোস্টের কাছে  
শটও নিয়েছি বার কয়েক
কখনও বারে লেগে ফিরে এসেছে কাছে
কখনও বল উড়ে গেছে বারের অনেক উপর দিয়ে
বিপক্ষের গোলকিপার কি ঠুঁটো জগন্নাথ ?


খেলা গড়িয়ে গেছে অতিরিক্ত সময়ে
মুখে জয়-পরাজয়ের কথা বললেও চেতনার গভীরে চারিয়ে গেছে ভরক্রিয়ার শেকড়
একদিকে রেফারির হাতে বাঁশি,অন্য দিকে সময়  
উত্তেজনার পারদ চড়ছে চড়চড় করে
মাঠময় ছড়িয়ে ছিটিয়ে দুই পক্ষের রথী মহারথী  
দিনশেষে স্কোরবোর্ডে ফলাফল বলছে শূন্য বনাম শূণ্য !


অবশ্য কোনও দৌড়ই থামে না কখনও,মননে জাড্যতা
যতোক্ষণ শ্বাস ততোক্ষণ আশ,কখনও দীর্ঘশ্বাস  
বোর্ডকে দেওয়া কোচের রিপোর্টও প্রশংসাসূচক  
"ছেলেরা লড়াই করেছে হাড্ডাহাড্ডি,ডিফেন্সও স্ট্রং"


সত্যিই এই খেলায় কেউই হারেনি
কখনও কেউ কি করেছে জয় সূচক গোল ?