শিল্পীর তুলিতে প্রেম(21-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
শিল্পীর তুলিতে প্রেম। রঙে,কাগজে-কলমে  
চোখে নেশা... মাধুকরী। জলে স্থলে অন্তরীক্ষে
স্থির চিত্র চিত্রার্পিতের মতো ছড়িয়ে রয়েছে


আমিও কুড়াই নুড়ি,ঝিনুক কুড়াই।সে ঝিনুকে মুক্তো আছে কি ? মোনালিসা ? তুলির টানে জীবন্ত মানবী।প্রেমিকা কি বলা যায় ? রক্ত উদ্বেল

আকাশের বুকে চাঁদ... অগণিত নক্ষত্রের মাঝে,চলে না নির্মাল্য দান... প্রেম নিবেদন
শুধুই মুগ্ধতা,দূর থেকে ভালোবেসে যাওয়া

রঙে,কাগজে-কলমে,তুলির আঁচড়ে আঁচড়ে যেভাবে মার্জার নরম মাটির বুকে... বেড়াল শিল্পী নাকি?চোখে নেশা... মাধুকরী।দোরে দোরে ইঁদুর শিকারী।