শৈশবেই বুঝে গেছি (01-02-2018)
রণজিৎ মাইতি
--------------------
একটা নদী খুঁজছি,বহতা নদী
যার অতলে নির্ভয়ে ডুব দেওয়া যায়
সে নদী কোথাও নেই,আছে?
শৈশবেই বুঝে গেছি--সে নদী মায়ের বুক


একটা ঝোরা খুঁজছি,অলখঝোরা
খলখল করে ঝরে হিমশীতল জল
কলকল শব্দে বয় নদী মোহনায়
গভীর দুঃখেও সুখী,খুশি বেদনায়
তন্নতন্ন করেও খুঁজেও কোথাও পাই না
সে ঝোরা কোথাও নেই,আছে?
শৈশবেই বুঝে গেছি--সে ঝোরা মাতৃ হৃদয়


একটা আকাশ খুঁজছি,সুনীল আকাশ
যেখানে মেঘের আড়াল থেকে আবছায়া খেলা করে চাঁদ
সন্তানের কষ্টে যার বুক খানখান
অসহ নিদাঘে ঝরে শান্তির বারি অবিরাম
সে আকাশ কোথাও নেই,আছে?
শৈশবেই বুঝে গেছি--সে আকাশ মায়ের মন