শিশমহল (13-04-2013)
রণজিৎ মাইতি
--------------------
প্রসন্নতা ফুটে ওঠে মুখের রেখায়,নিশ্চিন্তি কিছুটা
বাড়ি আছে,গাড়ি আছে,কিছু আমানতও আছে ব্যাঙ্কের লকারে
বাকি আছে চাঁদ হাতে ধরা
সেটুকুও পুষে রাখি দুর্দম বুকে


তখনও জোৎস্নালোক মুখে এসে পড়ে
উদ্ভাসিত মুখ চকচক করে,যেন ইন্দুমুখী


হঠাৎ দমকা হাওয়া
ভেঙে দেয় পাখিদের নীড়
কাঁপে শীতে ঠকঠক,রোদে পোড়ে আমাদের বাক্সবন্দি সুখ
জীবন কি পেঁজা তুলো ?
সেভাবেই উড়ে যায়,ভেঙে পড়ে
আমাদের কষ্টার্জিত সাধের এ শিশমহল