শিশু দিবস (14-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাবা চাইছে তাদের শিশু সন্তান ডাক্তার হোক
মায়ের ইচ্ছে উকিল হলে বেশ হয়


কাছের ফ্ল্যাটের মিস্টার ব্যানার্জির রমরমা দেখে মহিলার চক্ষু চড়কগাছ  
ধনতেরাসে প্রতি বছর কিনছে কিছু না কিছু সোনাদানা


দুই বিড়ালের ঝগড়া দেখেছেন কখনও ?
ভদ্রলোকও নজির স্বরূপ টেনে আনেন--
ডঃ বিধান রায়,ডঃ মণি ছেত্রী,ডঃ দেবী শেঠির মতো চিকিৎসা বিদ্যায় দিকপাল নক্ষত্রের নাম  


এদিকে যাকে নিয়ে বচসা
সে কিনা মহানন্দে খেলছে ডাঙ্গুলি
ভুল বললাম,আজকাল কেউ খেলে না ওই খেলা
গাঙ্গুলীর যতো নামযশ,প্রতিপত্তি ওই ক্রিকেটই
সিক্রেট খবর,শিশুটি ওটাতেই বড় হতে চায়


বছর বছর শিশু দিবস আসে যায়
বুক ফুলিয়ে করি মহান দেশের আত্মপ্রচার
হায়,এদেশে কখনও কি শিশুর ভাবনায় গাছের একটা পাতাও নড়েছে ?