শিশুর সাধ (09-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি সারা বেলা
মন উচাটন করি ছেলে খেলা
বাহির পানে উঁকি দিয়ে দেখি
ঝরছে বৃষ্টি যাইনা গায়ে মাখি


মা বললো বইছে ঝড়ো হাওয়া
খোকা এ আজব তোর চাওয়া
ভিজলে তোর শরীর খারাপ হবে
যাসনে শোন্ আমি বলছি তবে


শরৎ শেষের বৃষ্টি বলে কথা
জ্বরের সাথে হবে মাথা ব্যথা
বারণ শোন্ সামনে দীপাবলী
আসবে শ্যামা করবো কোলাকুলি


থামলে বৃষ্টি শুরু হবে হিম
পালোয়ান নও তুমি ছোটা ভীম
শরৎ শেষে হেমন্তেরই বেলা
করিস না আর এমন ছেলেখেলা


এমন দিন আসেনা বারবার
যাই না মা শুধু একটি বার
বেশি নয় একটুখানি ভিজে
আসবো ফিরে চার দেওয়ালের মাঝে