শিশুর ইচ্ছে (07-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
দেওয়া হলো বিটনুনে জারিত পেয়ারা।
উন্মুক্ত আকাশ ডাকে আয় শিশু আয় ।
মন ভোলাতে তাই দেওয়া হল--
ললিপপ,চকোলেট,আইসক্রিম,
বা চুইনগামে আটকে আটকে রাখা চার দেওয়ালে।


আটকে কি রাখা যায় ?
শিশু চায় শিশুর সান্নিধ্য।
মানব শিশুতো সে,--
নিউক্লিয়ার পরিবারে,
চেনা মুখ দেখে দেখে--
চায় যেতে দেওয়ালের ঘেরাটোপ ছেড়ে।


যেতে চায়,চায় যেতে,শিশু যেতে চায়।
মেখে নিতে কাদামাটি,বানাতে পুতুল ।
গায়ে মেখে নিতে চায় বৃষ্টিরও জল।


পেতে চায় সাহচর্য দাদু ঠাকুমার।
শুনে নিতে চায় কোলে বসে "ঠাকুমার ঝুলি"।