শোকের আতরদান (13-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
শোকের আতরদান করেছি উজাড়
বাগানে করেছি রোপণ
                  বেদনার পরিশুদ্ধ বীজ


ফুলও ফুটেছে গাছে,দুঃখের ফুল।
পাছে কেউ ছিঁড়ে ফেলে
তাই,---
সযত্নে বেড়াও দিয়েছি


কখনও ভাবিনি,----
বেদনার রঙও এতোটাই নরম কোমল
গায়ে মাখি রামধনু রঙের বিষাদ
দুঃখ শোক যন্ত্রণার বর্ণিল বিকাশ
এই ফুলদল।
এ ফুলের সুবাস কেমন,মনমরা ?


দেখি সেখানেও করে আনাগোনা,মধুকর।
প্রজাপতি,আর যতো মধুলোভা পাখি
খেতে আসে দুঃখমধু দু-এক ফোঁটা  
এই সুখ,এই কাম্য,দুঃখময় সুখ


এবার বলুন,----
নীলকণ্ঠ কেবলই কি কৈলাসে থাকেন ?  
সসাগরা পৃথিবীও উদার,উদাস