শ্রাবণ (03-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
আজ মেঘমল্লারে ভেসে যায় শ্রাবণ সন্ধ্যা
সেই সুমধুর সুর যে শুনেছে জানে
বর্ষা শুধুই অনন্যা নয় অপূর্ব রূপসী
তপ্ত কাঞ্চনবর্ণ,কনকচাঁপার মতো


এখনও আকাশে ঘন ঘোর,মাঝে মাঝে বিদ্যুৎ ঝলক
সে আলোয় দেখে নিই রূপসীর মুখ গোপনে গোপনে
কখনও কোনও সুন্দরী নারীকে কি দেখা যায় চোখে চোখ রেখে
আড়া চোখে দেখি,আহা ! যেমন লাবণ্যময়ী
তেমনই সুরেলা কণ্ঠে তোলে রিমঝিম সুর
কি মধুর,কি মধুর !


খেমটা কি তোমার প্রিয় নাচ ?
নির্ভাবনায় এসো শ্রাবণের কাছে
আজ শ্রাবণ ভেসে যায় মল্লার রাগে