শূন্যতা (21-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
মাঝে মাঝে ভেতরটা ফাঁকা হয়ে যায়  
বাইরের শূন্যতা এতোটাই প্রকাশ্য সেখানে ফাঁকি !
দুই করতলে ঢাকতেই পারি মুখ,চোখ
আসলে অদৃশ্য বিদ্যার একাঙ্ক নাটকে
মহড়াতে পরিষ্কার অভিনেতা গল্পের খরগোশ


ভেতরের শূন্যতা সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রীক
সংশয় হতে পারে সংশ্লিষ্ট বিষয়,ভয় থেকে
আশঙ্কার কালো মেঘ মাথার উপর ঘনীভূত
ফাঁকা হয়ে যায় বুক,খাঁ খাঁ উঠোন


জানতে পারে না কেউ
কবে ভেঙে গেছে নিড়ুনির ফলা
কোদালের ভাঙা বাঁট,অকেজো কোদাল
কাস্তে কি হতে পারে নকলনবিশ ?
দ্বিতীয়ার বাঁকা চাঁদ দীর্ঘশ্বাস ফেলে একা একা
শেষে কলমির ফুল তুলি শূন্যতা ঢাকতে