স্মৃতি নদীর বুকে  (12-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্মৃতি নদীর বুকে সাদা হাঁস সাঁতরাতে দেখি
আনন্দে ডগোমগো,তার কি ব্যথা নেই কিছু?


দুঃখের সরণি বেয়ে চলে যায় দূর বহু দূরে
চৈ চৈ,চৈ চৈ স্বভাব সর্বস্ব
প্রিয় সংসার ছেড়ে উৎস ভূমি গোমুখ গুহায়
মূল ভূমি,জন্মভূমি,বিস্তীর্ণ শেকড় ছড়ানো চারপাশে


সেটাই সেবধি নাকি,আধুনিক ব্যাঙ্ক ?
আমানত দুঃখও বয়ে যায় কুলকুল কুলকুল আনন্দ ধারায়


তাই মন্দাকিনীর অতীতও সোনালী সোনালী
দ্রব হিমে লিঙ্গ ভেদ নেই,বড়োই আনন্দঘন তরল সরল
কেবল পথে পথে মুক্ত কণ্ঠে গেয়ে যায় ---
                                         দ্রিমি দ্রিমি দ্রিম্
মনে হয় এ জীবনে এটুকুই হট ফেবারিট