স্মৃতি তাড়িত হলেই (13-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
স্মৃতি তাড়িত হলেই বন্ধ দরজার দিকে তাকাই
চার দেওয়ালের সাদা রঙ ধুসর হয়ে আসে
স্বপ্ন ? সে কবে মরে গেছে এই বৃদ্ধাবাসে
তার অশরীরীর সাথে নেমে আসে অজস্র ঝোরা
বট ঝুরির মতো পাদদেশে স্তম্ভমূল কায়েম করে মাটি


হে স্মৃতি,তুমি কেন ফিরে ফিরে আস?
তুমি আস;কিন্তু ছেলে আসবে বলে আজও আসেনা!
বলো,সেদিনের খরস্রোতা মন্দাকিনী কোথায় লুকোবে এই ভাঙাচোরা মুখ?