সনেট 3
সোনায় সোহাগা  
রণজিৎ মাইতি
--------------------
স্বর্ণাক্ষরে লিখে যাই সোনালী অতীত
সাদা পাতা ভরে ওঠে প্রেমের পরশে
বিকীর্ণ আলোয় দেখি প্রসন্ন আনন
দুঃখের বল্কল ছেড়ে আনন্দ সাগরে
ভাসে তরী ভালোবেসে ভাটিয়ালি সুর    
গজদন্ত মিনারের নোনা ধরা ইট
সেই গান শুনে মাতে,দোলায় মস্তক
আহা আহা বেশ ছিলো সেই দিনগুলি


অধুনা কেমন যেনো,ধোঁয়া ধোঁয়া সব
ভাসা ভাসা কথা কাজ সম্পর্কের যোগ
প্রেম কি শরীর চায় ? জটিল জিজ্ঞাসা  
হিসাব মেলায় কপোত কড়া-গণ্ডায়
কৃষ্ণকথা ভুলে করে--- বকমবকম
বিগত দুঃখের,তবু,সোনায় সোহাগা