শু  ভ  দৃ  ষ্টি  (20-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
এই যে পথ চলতে চলতে
এত চোখাচোখি এত হাসাহাসি
বিনিময় হয় ভাব ভাষা ভালোবাসা
এসব কি শুভদৃষ্টি নয় ?


পথে পথে ভাষা বিনিময়ে
কখনও সম্পর্ক গড়ায় বেডরুমে
তবু যতোটা বিভোর হই কৃষ্ণলীলায়
ততোটা কেষ্টলীলায় নয়


তখন হেডস্যার সুলভ আচরণে
একশো আশি ডিগ্রি ঘুরে যায় চোখ
লীলামগ্ন গৃহকর্তার চোখের জল শুকোয়
ঠিকরে ঠিকরে বেরোয় আগুন


এই যে এত পাঁজি পুঁথি উলু ও শঙ্খধ্বনি
পুরুতের মন্ত্রোচ্চারণ ও শুভদৃষ্টি
সীমান্ত রাঙাই কিংশুক রাগে
কখনও কী অশুভ দৃষ্টি পড়েনা ?