সু খ  (04-08-2017)
রণজিৎ মাইতি
--------------------
সুখের সন্ধান করি, তাকাই এমুখে ওমুখে।
তাকাই রদনের দিকে,দেঁতো হাসি কিনা!


মুখে লেগে আছে হাসি,যেন দামিনী ঝিলিক।
হায়!তবু কাঁধ ঝুলে গেছে ও মাথা নুয়ে গেছে।


কেন করে এ নাটক! রঙ্গালয়ে সহবত শেখা।
সেবন্তী রাঙাও লালে,কৃত্রিমতা ধরা পড়ে যায়।


ভাষা জ্ঞান ভাষা ভাষা, পড়তে পারেনা।
অলঙ্কৃত রদনেও লেখা কিনা রোদনের ছবি।


জলছবি মুছে যায়,ক্ষণপ্রভা ক্ষণিক উজ্জ্বল
বিজলীর রূপে মুগ্ধ,সরে গেলে আকাশটা নীল।


সুখী মুখ ঝলমল,প্রজ্বলিত অলীক সুখে।
আসবাব ঠাসা ঘরে আজ সুখ উপচে উপচে উঠে।