সুখ দুঃখ  (02-02-2017)
রণজিৎ মাইতি
---------------------
সুখ খোঁজে আরও আরও সুখ
একটা পেয়ে গেলে অন্যটি চাই
তবুও কি সুখ আজ স্থায়ী ?
উবে যায় কর্পূরের মতো !


চোখে,মুখে সুখের পরশ নেই
যেটুকু জেল্লা আছে উপর উপর
বাজারের প্রসাধনী ও ঘষা মাজার ফল
তবু,চাই---
ধাতু,রসনার উপাদান,উপাধান যতো
সুরা,নারী আর মসনদের লোভ তাড়া করে
ছুটি,ছুটে ছুটে হয়রান,পরিণামে দুঃখ


সুখের উল্টো পিঠ সবার জানা
যে পেয়েছে জানে----
কিভাবে বেড়েছে সহনশক্তি,মনের জোর
তার মাঝে সুখ আছে,অনাবিল আনন্দ
অকৃত্রিম ভালোবাসা আছে,
ভয় নেই কিছু হারানোর ।