সুস্পষ্ট ইঙ্গিত(11-11-2019)
রণজিৎ মাইতি
--------------------
'ভালো থেকো,সুখে থেকো'
এটুকুই নীরব সন্ধ্যার সহজিয়া সম্ভাষণ সবুজ পাতার
বিরহী টুনটুনির মতো একাকী গেয়েছে
হেসেছে কেঁদেছে পাতা অরূপ প্রত্যাশায়


ফাঁদের গল্পগুলো এ ভূবনে ম্লান
বরং প্রত্যাশিত ভোরেরও আছে মেঘমুক্ত আকাশ আকাঙ্ক্ষা
ভালো থাকতে কে না চায় এ বিশ্ব সংসারে
ভালো খাওয়া ভালো পরা সুখের বারান্দা
মোহন ফাগুন ছুঁয়ে অরশিকে চেনা,কিংবা তার উত্তাপ কতোটা!


যদিও বিমর্ষ স্মৃতি রচে জলের আলপনা
মিলিয়ে যাওয়ার আগে অবোধ শিশুর মতো অবুঝ ইচ্ছেরা
ফিনিক্স পাখির মতো
অথবা কোকিলের মতো রেখে যায় দাগ সুখকর
নীরব শব্দের সুদীর্ঘ ছায়ার মতো সুস্পষ্ট ইঙ্গিতে !