# স্বাধীনতা #
রণজিৎ মাইতি
-------------
চিন্তা বিস্তৃত হতে হতে ছাড়িয়ে যায় মহাশূন্য !
এদিকে শব্দ নিয়ে আমাদের যতো লোফালুফি,
শব্দ কি পিংপং বল?
টিভির সান্ধ্য টক শোয়ে ওঠে কথার তুফান ,
সাইক্লোন বয়ে যায় চায়ের কাপে !


এদিকে বস্তির হাড় জিরজিরে ছেলেটির চোখ স্থির---
উঠোনে বেড়ে ওঠা নিমগাছের পাকা নিমফলের দিকে।
ফ্যানের রসায়নে নয়,হাভাতের যতো আকর্ষণ ওই সেমি লিকুইডে


হায় ! মহান শব্দটি যে আজও সংবিধানের পাতায় সেরে নিচ্ছে কুম্ভকর্ণের ঘুম ;
আর মলাট ? চমত্কার ডেকরেটিং !